অবশেষে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচ। দীর্ঘ এক মাসের ক্রিকেটীয় উত্তেজনা শেষে আগামী ২৩ জানুয়ারি ঢাকায় ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ছয় দলের এই টুর্নামেন্টের।
এবারের বিপিএল অনুষ্ঠিত হবে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে। মোট ৩৪টি ম্যাচ নিয়ে সাজানো টুর্নামেন্টের সূচনা হচ্ছে সিলেট পর্ব দিয়ে। আজ থেকে শুরু হওয়া এই পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা শেষ হবে ২ জানুয়ারি। এরপর বিপিএল পা রাখবে চট্টগ্রামে—সেখানে ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হবে আরও ১২টি ম্যাচ। বাকি ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।
গ্রুপ পর্ব শেষে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে এবারের চ্যাম্পিয়ন। প্লে-অফ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এসব ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
বিপিএলের সর্বশেষ আসরে অংশ নিয়েছিল সাতটি দল। তবে এবারের আসরে লড়াইয়ে নামছে ছয়টি দল। পূর্বের ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস।
চলুন এক নজরে দেখে নিই বিপিএলের পূর্ণাঙ্গ সূচি



