আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 22 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা, রিয়ালের সঙ্গে বড় ব্যবধান রেখেই বছর শেষ বার্সার

Link Copied!

স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে গোল পেয়েছেন রাফিনিয়া ও ইয়ামাল। দুই অর্ধের দুই গোলে জিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে কাতালানরা।

রোববার (২১ ডিসেম্বর) নিজেদের মাঠে বার্সাকে আতিথ্য দেয় ভিয়ারিয়াল।

৩৯ মিনিটে ভিয়ারিয়ালের বিপর্যয় আরও গভীর হয়। লামিন ইয়ামালকে পেছন থেকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রেনাতো ভেইগা। এতে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে সংখ্যাগত সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করে কাতালানরা। ৬৩ মিনিটে ইয়ামালের পায়ে আসে ম্যাচের দ্বিতীয় গোল। তরুণ এই তারকার ফিনিশিং যেন ভবিষ্যতের এক স্পষ্ট প্রেজেন্টেশন—শান্ত, আত্মবিশ্বাসী, নির্ভুল।

এরপর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও বার্সার সুসংগঠিত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় ভিয়ারিয়ালের আক্রমণভাগ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে অতিথিরা।

এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ এবং ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।