ভাই-বোন
-রিয়াদ মাহমুদ
কে ডাকে ভাইয়া বলে আমায়,
নেই আমার কোন ভাই,
নেই আমার কোন বোন,
কে ডাকিবে আমায়?
শূন্য মনে আজও বেজে উঠে সুর,
একলা পথে চলি, নেই সাথী কোনো দূর।
যদি কেউ ডাকতো “ভাইয়া” বলে,
মুছিয়ে দিতো এই বেদনা চোখের জলে।
দুঃখের ভারে বাঁধন যে ভাঙে,
হৃদয়ে শুধু হাহাকার করে।
একটি ভাই বা বোন যদি থাকত কাছে,
এই নিঃসঙ্গ জীবন কাটতো সুখের রঙ্গে।


