রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫) তারিখ সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে কখনও কখনও মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এছাড়া দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
এদিকে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
