নিজের মস্তিষ্কে কোনো ধরনের সমস্যা নেই—এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৩০ নভেম্বর) এমআরআই পরীক্ষার ফলাফল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রসিকতার ছলে এই মন্তব্য করেন।
ট্রাম্প জানান, এমআরআই রিপোর্ট পারফেক্ট এসেছে। তবে সেটি মস্তিষ্কের এমআরআই ছিল না। তিনি আরও বলেন,
“আমি শুধু একটি বুদ্ধিমত্তা পরীক্ষা দিয়েছি—এবং সেখানে খুব ভালো নম্বর পেয়েছি। যে স্কোর আপনাদের অর্জন করা সম্ভব হতো না।”
ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলমান। তার প্রথম মেয়াদকালে সাংবাদিক মাইকেল উলফ প্রকাশ করেন আলোচিত বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি’—যেখানে দাবি করা হয়, ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে এবং তিনি ১০ মিনিটের ব্যবধানে একই কথা তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করেন। বই প্রকাশের পর সেই বিতর্ক আরও ঘনীভূত হয়।
তবে হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন তখন বলেছিলেন—ট্রাম্পের সামগ্রিক স্বাস্থ্য ‘অত্যন্ত ভালো’। পরবর্তীতে প্রেসিডেন্টের শারীরিক পরীক্ষা হলেও মানসিক মূল্যায়নের বিষয়টি সেখানে অন্তর্ভুক্ত ছিল না।
এ ঘটনার প্রেক্ষিতে কয়েকজন চিকিৎসক ও জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. জ্যাকসনকে চিঠি দিয়ে অনুরোধ করেন—ট্রাম্পের মানসিক স্বাস্থ্য যাচাই করা অত্যন্ত জরুরি। তাদের বক্তব্য, ৬৬ বছর বা তার বেশি বয়সী যেকোনো রোগীর শারীরিক পরীক্ষার সময় মানসিক মূল্যায়ন যুক্ত করাই চিকিৎসাবিজ্ঞানের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।


