দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 14 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একমাত্র এরদোগানই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন : ডোনাল্ড ট্রাম্প

বার্তা কক্ষ
October 14, 2025 1:37 pm
Link Copied!

একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানই পারবেন ‘রাশিয়া-ইউক্রেন’ যুদ্ধ থামাতে। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আনাদোলু এজেন্সি। এ সময়, এরদোগানের সাথে নিজের সুসম্পর্কের কথাও বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া-ইউক্রেন দুই দেশই এরদোগানকে সম্মান করে। তার সাথে আমারও বেশ ভালো সম্পর্ক। ন্যাটোর সাথে এরদোগানের কোনো সমস্যা হলে আমিই মধ্যস্থতা করি। আমার ধারণা তিনি অবশ্যই রাশিয়া ও ইউক্রেন এর সংঘাত থামাতে পারবেন।

গত সোমবার ট্রাম্প এবং মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য মিশরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে এরদোগানসহ ২০ জনেরও বেশি বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যেখানে কিয়েভ এবং মস্কোকে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি। সেইসাথে, শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতাসহ যেকোনো উদ্যোগের জন্য তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানান এরদোগান।

গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে শুরু থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক।