চলতি বছরে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরীয় সাহিত্যিক লাজলো ক্রাসনাহোরকাই। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে সুইডিশ একাডেমি।
নোবেল কমিটি জানিয়েছে যে, অন্তিম সময়ের বিভীষিকার মাঝেও শিল্পের শক্তিকে পুনঃপ্রতিষ্ঠায় তার অনবদ্য ও দূরদর্শী সৃষ্টিকর্মের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
১৯৫৪ সালে হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্মগ্রহণ করেন লাজলো। মধ্য ইউরোপীয় ঐতিহ্যের একজন মহাকাব্যিক লেখক হিসেবে পরিচিত তিনি।
১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২১ জন লেখককে ১১৭ বার সাহিত্যে নোবেল দেয়া হয়েছে। এবার ১১৮তম বারের মত এ পুরস্কার অর্জন করলেন লাজলো। গত বছর পুরস্কারটি পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান লেখক হান ক্যাং।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.