প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে এ ইস্যুতে ট্রাম্পকে সহযোগিতার করার প্রতিশ্রুতিও দিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার।
ফিলিস্তিনির পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ নামেও পরিচিত। মঙ্গলবারে এক বিবৃতিতে পিএ’র পক্ষ থেকে এসব বলা হয়েছে, “ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের আন্তরিক এবং সিদ্ধান্তমূলক প্রচেষ্টাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্বাগত জানাচ্ছে। শান্তির পথ খুঁজে বের করার ক্ষেত্রে ট্রাম্পের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের। পিএ এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে আগ্রহী।”
গতকাল (২৯/০৯/২০২৫) সোমবার স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। তারপর বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসরায়েল, ইউরোপ এবং আরব অঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত ২০টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাবের চূড়ান্ত অনুলিপি প্রস্তুত হয়েছে। সংবাদ সম্মেলন শেষ হওয়া কিছু সময়ের মধ্যেই সেটির লিখিত কপি হাতে এসে যাবে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে বিস্তৃত আলোচনা আলোচনা শেষে আজ মঙ্গলবার আমি আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব পেশ করছি এবং আমি অবশ্যই বলব যে এই প্রস্তাব লোকজন ইতোমধ্যেই পছন্দ করেছে।”
নতুন প্রস্তাবে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের অবসানের পাশাপাশি যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজের নাম প্রস্তাব করেছেন তিনি। পাশাপাশি হামাসকে অস্ত্র সমর্পণ করার শর্তও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।
সূত্র : টাইমস অব ইসরায়েল
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.