দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 8 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ট্রায়ালে সফলতা দেখাল রাশিয়ার তৈরি ক্যানসার ভ্যাকসিন, ব্যবহারের জন্য প্রস্তুত

বার্তা কক্ষ
September 8, 2025 8:21 pm
Link Copied!

ক্যানসারের ভ্যাকসিন (টিকা) তৈরির ক্ষেত্রে প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে শতভাগ সাফল্য পেয়েছেন রুশ বিজ্ঞানীরা। এর ফলে মরণব্যাধী রোগটি থেকে বিশ্বের কোটি কোটি মানুষের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার ফেডারেল মেডিকেল ও বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্তসোভা ইন্টার্ন ইকোনমিক ফোরামে এ ঘোষণা দেন। শনিবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস

এফএমবিএ প্রধান বলেন, ‘গবেষণাটি বেশ কয়েক বছর ধরে করা হচ্ছিল। সর্বশেষ তিনটি বাধ্যতামূলক প্রিক্লিনিক্যাল স্টাডি করা হয়। ভ্যাক্সিনটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত, আমরা সরকারি অনুমোদনের অপেক্ষায় আছি।’

স্কভোর্তসোভা জোর দিয়ে বলেন, ‘প্রিক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাক্সিনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এ সময় টিউমারের আকার হ্রাস এবং টিউমারের অগ্রগতি ‍গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকরা। রোগের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত অগ্রগুতি লক্ষ্য করা গেছে। ফলে এই ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে ভালোভাবে বেঁচে থাকার সম্ভাবনা আরও বাড়বে।

এই ভ্যাকসিনের প্রাথমিক লক্ষ্য হবে কোলোরেক্টাল ক্যানসার। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, টিকাটি ত্বকের সবচেয়ে বিপজ্জনক ক্যানসার মেলানোমার ঝুঁকিও কমাতে পারবে। তাছাড়া অগ্ন্যাশয়, কিডনি ও ফুসফুসের ক্যানসার থেকেও সুরক্ষা দিতে পারবে। এসব গবেষণা বর্তমানে ইতিবাচক স্টেজে রয়েছে।

জানা যায়, চার ধরনের ভাইরাসের নমুনা নিয়ে ‘এন্টেরোমিক্স’ টিকা বানিয়েছে রাশিয়া।  তবে এটি যে প্রক্রিয়ায় কাজ করে, তাতে অন্য ক্যানসারের ক্ষেত্রেও নিরামক হবে, এমনটাই মনে করা হচ্ছে।