বাংলাদেশ সরকার সাময়িকভাবে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই সিদ্ধান্ত কার্যকর করেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশন সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয়দের ভিসা সংক্রান্ত সব ধরনের সেবা বন্ধ থাকবে। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি কতদিন কার্যকর থাকবে— সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও পরবর্তী নির্দেশনা শিগগিরই জানানো হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.