ইউক্রেন যুদ্ধে পরাজিত হলে রাশিয়ার পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে জার্মানি—এমন সতর্ক বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। সোমবার (১৫ ডিসেম্বর) জার্মান পাবলিক ব্রডকাস্টার ডয়চল্যান্ডফাঙ্ক-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের প্রতি জার্মানির অঙ্গীকার প্রশ্নাতীত এবং অটল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিমা কিছু সরকারের নীতিগত পার্থক্য থাকলেও ওয়াদেফুল মনে করেন, ওয়াশিংটন ন্যাটো জোট এবং ইউরোপীয় অংশীদারদের পারস্পরিক প্রতিরক্ষা দায়বদ্ধতার বিষয়ে এখনও প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ইউক্রেনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত কোনো বাহ্যিক নির্ভরতার বিষয় নয়; এটি ইউরোপের নিজস্ব নিরাপত্তার প্রশ্ন। ইউক্রেনে এই অবস্থান ব্যর্থ হলে, পরবর্তী ঝুঁকিতে পড়বে ইউরোপ নিজেই—এমনকি জার্মানিও। তাই ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়া ছাড়া অন্য কোনো কৌশল নেই।
জার্মান পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ইউক্রেন যেন কূটনৈতিক আলোচনায় সর্বোচ্চ শক্ত অবস্থান থেকে কথা বলতে পারে, সে লক্ষ্যেই জার্মানি ও ইউরোপ প্রয়োজনীয় সব উপকরণ নিশ্চিত করতে সচেষ্ট। আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখাও এই কৌশলের অংশ।
উল্লেখ্য, রোববার বার্লিনে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। আলোচনার মূল লক্ষ্য—ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণ।


