ভারতের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। যাত্রী তালিকার নথি অনুসারে, ‘বিজয় রমণীকলাল রূপানি’ ছিলেন তালিকার ১২তম যাত্রী। খবর, ইন্ডিয়া টুডে’র।
বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের উদ্দেশে রওনা হওয়া বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়, বিজয় রূপানির রাজকোটের বাসভবনের বাইরের উত্তেজনাপূর্ণ পরিবেশের দৃশ্য দেখা যাচ্ছে। উদ্বিগ্ন এবং অশ্রুসিক্ত চোখে প্রতিবেশীরা তার বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেছেন।
বিধ্বস্ত হওয়া বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। এখনও হতাহতের কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বিজয় রূপানি ২০১৬ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের ১৬তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.