দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 12 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

ভারতে বিমান বিধ্বস্ত: দুর্ঘটনার আগে সংকেত পাঠিয়েও রক্ষা হলো না

বার্তা কক্ষ
June 12, 2025 5:47 pm
Link Copied!

দুই শতাধিক আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার এঅই ১৭১ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে ‘মে ডে’ নামে একটি বিপদজনক সিগন্যাল দিয়েছিল দুর্ঘটনার শিকার এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানটি।

লন্ডনগামী বিমানটি বিপদের সংকেত পাঠালেও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে কোনো সাড়া পায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

‘মে ডে’ হচ্ছে একটি জরুরি প্রক্রিয়া, এটি আন্তর্জাতিকভাবে রেডিও যোগাযোগের মাধ্যমে বিপদ সংকেত হিসেবে ব্যবহৃত হয়। যা জীবন শঙ্কার জরুরি অবস্থার সংকেত প্রদান করে।

ডিজিসিএ জানিয়েছে, বোয়িং ৭৮৭ বিমানটি দুপুর ১টা ৩৯ মিনিটে বিমাবন্দরের রানওয়ে ২৩ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ২৩০ জন যাত্রী, দু’জন পাইলট ও ১০ কেবিন ক্রু সদস্য ছিলেন।

এ ঘটনায় ডিজিসিএ জানিয়েছে, বিমানটি পরিচালনা করছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। ৮ হাজার ২০০ ঘণ্টা বিমান উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে তার এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডারের ১ হাজার ১০০ ঘণ্টার অভিজ্ঞতা ছিল।

সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ সময় দুর্ঘটনাস্থলের পাশ থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ২৪টির বেশি অ্যাম্বুলেন্স ছুটে যায় এবং আশপাশের এলাকায় যানবাহন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে পুলিশ।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু বলেছেন, আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সব বিমান ও জরুরি সেবামূলক সংস্থাগুলোকে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেয়ার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার শিকার বিমানটিতে যাত্রীদের মধ্য ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ এবং একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।