দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 1 December 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মা-ভাই-বোনকে প্লট দিতে খালা শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক

বার্তা কক্ষ
December 1, 2025 12:14 pm
Link Copied!

রাজধানীর পূর্বাচল আবাসন প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দ নিয়ে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ পার্লামেন্টের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চতুর্থটির রায় আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশেষ জজ-৪ আদালতে ঘোষণা করা হবে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে—
টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার ওপর সরাসরি প্রভাব বিস্তার করে নিজের মা রেহানা সিদ্দিক, বোন আজমিনা সিদ্দিক এবং ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। তার নিজ নামে কোনো প্লট আবেদন না থাকলেও, অভিযোগ অনুযায়ী বিশেষ প্রভাব খাটিয়েই পরিবারের সদস্যদের জন্য সুবিধা আদায়ের উদ্যোগ নেওয়া হয়।

এর আগে, গত ২৭ নভেম্বর প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনাকে প্রতিটিতে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে সাজা দেওয়া হয়।

আজকের রায় অনুযায়ী নতুন করে সাজাপ্রাপ্ত হতে পারেন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে—
টিউলিপ সাজাপ্রাপ্ত হলে যুক্তরাজ্যে তার এমপি পদ থেকেও পদত্যাগের চাপ তৈরি হতে পারে।

মামলায় অভিযোগ রয়েছে, ক্ষমতার সর্বোচ্চ অবস্থানে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ছয়টি প্লট বরাদ্দ নেন, যেখানে তারা প্রকৃতপক্ষে বরাদ্দ পাওয়ার যোগ্য ছিলেন না।

যুক্তরাজ্যের সাবেক বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজন শীর্ষ আইন বিশেষজ্ঞ বিচার প্রক্রিয়ার সমালোচনা করেছেন। তাদের বক্তব্য—
টিউলিপ সিদ্দিক তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এবং তাকে অভিযোগ বোঝানো ও আইনি প্রতিনিধিত্বের যথাযথ সুযোগ দেওয়া হয়নি।

বিচারক রবিউল আলম সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এই মামলার রায় ঘোষণা করবেন।