আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলের গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) তারিখ সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তাবেষ্টনীতে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে সেনা কর্মকর্তাদের আইনজীবী জামিনসহ মোট তিনটি আবেদন করেন। এর মধ্যে রয়েছে বিচার চলাকালে সেনা নিবাসের ভেতর সাময়িক কারাগারে রাখার আবেদনও।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই–জেআইসি সেলে গুম-খুন ও জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ মোট ৩২ আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য ছিল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দাখিলকৃত আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানিও অনুষ্ঠিত হওয়ার কথা।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেলে শুরু হবে এ শুনানি।
এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা উপলক্ষে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন ও পল্টন এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই ট্রাইব্যুনাল ও হাইকোর্ট মাজারগেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সার্বিকভাবে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

