দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 6 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নতুন মামলায় পলক, মনু ও দুই সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

বার্তা কক্ষ
August 6, 2025 3:15 pm
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার ফরিদ আহম্মেদ হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই থানার আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় পুলিশের সাবেক উপ-কমিশনার মো. শহিদুল্লা ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ২৭ জুলাই ফরিদ আহম্মেদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান আসামি পলক ও মনুকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আর ২২ জুলাই আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক নাহিদ হাসান খান, আসামি শহিদুল্লা ও আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আজ তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

পলক ও মনিরুলের মামলার সূত্রে জানা গেছে, আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নেন ফরিদ আহম্মেদ। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরের দিন সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় মামলা হয়।