
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ শীর্ষক বিশেষ অভিযানে গত ৮ দিনে সারাদেশে ৬ হাজার ৫১৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সময়ে ৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সারাদেশে একযোগে এই অভিযান শুরু হয়।
তার ভাষ্য অনুযায়ী, অভিযানকে কার্যকর করতে দেশের বিভিন্ন স্থানে মোট ১৫ হাজার ৬৬২টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজনদের তল্লাশি ও গ্রেপ্তার কার্যক্রম জোরদার করা হয়।
পটভূমিতে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনা। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সহিংস শক্তিকে নিয়ন্ত্রণে আনতে বিশেষ এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সে সিদ্ধান্তের আলোকে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর সমন্বয়ে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.