ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম সমন্বয়ের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো প্রকার সম্মতি গ্রহণ করেনি। মন্ত্রণালয়কে অবহিত না করেই তারা একতরফাভাবে তেলের মূল্য বৃদ্ধি করেছে। এই অনিয়মের বিরুদ্ধে সরকার আইনানুগ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ বক্তব্য তুলে ধরেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের কাছ থেকে সরকার বাজারদরের তুলনায় ২০ টাকা কমে ভোজ্যতেল সংগ্রহ করেছে, অথচ বাজারে সেই একই তেল ২০ টাকা বাড়তি মূল্যে বিক্রি করা হচ্ছে। মূল্য বৃদ্ধির যৌক্তিকতা থাকলে তা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে, কিন্তু অযৌক্তিক কোনো প্রস্তাব মন্ত্রণালয় গ্রহণ করবে না বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে।
ব্রিফিংয়ে উপস্থিত কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান মন্তব্য করেন যে, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম ৯ টাকা বৃদ্ধির ঘটনাটি সরাসরি আইনের ব্যত্যয়। এতে ভোক্তা স্বার্থ স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বাজার মনিটরিং এখনো যথাযথভাবে কার্যকর হয়নি।


