আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও নতুন সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
ডিজাইনের হৃদয়ে দেশীয় আইকন
নতুন নোটের সামনের অংশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের মনোমুগ্ধকর প্রতিচ্ছবি, আর মাঝখানে পাতা ও কলিসহ জ্বলজ্বলে জাতীয় ফুল শাপলা—যা নোটকে দিয়েছে এক গভীর সাংস্কৃতিক পরিচয়। পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্থাপত্যনির্ভর ছবি, যা নোটের ভিজ্যুয়াল ন্যারেটিভে যোগ করেছে এক প্রাতিষ্ঠানিক মর্যাদা।
সিকিউরিটিতে বাঘের গর্জন
জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ; নিচে দেখা যায় ইলেকট্রো-টাইপে ‘৫০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
পুরো নোটে রাখা হয়েছে সবুজ রঙের আধিপত্য—প্রতীকীভাবে যা স্থিরতা ও আস্থার প্রতিফলন।
নতুন সিরিজের রোডম্যাপ
এই নতুন সিরিজে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট মুদ্রণের পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে প্রচলিত রয়েছে।
১০ স্তরের নিরাপত্তা – আরও দৃঢ়, আরও স্মার্ট
নোটটিতে যুক্ত হয়েছে মোট ১০টি অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য—
-
রঙ পরিবর্তনশীল কালি: নোট সামান্য নাড়ালেই ডান পাশের ‘৫০০’ সবুজ থেকে নীল—এক স্পষ্ট রঙ-রূপান্তর।
-
লাল-স্বর্ণালী সিকিউরিটি সুতা: আলোতে ধরলে দেখা যায় ‘৫০০ টাকা’ লেখা।
-
ইন্টাগ্লিও প্রিন্ট: শহীদ মিনার ও মূল্যমান স্পর্শে খানিকটা উঁচু অনুভূত হয়।
-
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৫টি উঁচু বৃত্ত: নোটের ডান দিকের নিচে।
-
গোপন ‘৫০০’—নির্দিষ্ট কোণে ধরলে উদ্ভাসিত হয়।
-
কাগজে যুক্ত লাল, নীল ও সবুজ তন্তু, যা বিশেষ আলোতে স্পষ্ট দৃশ্যমান।
পুরনো নোট থাকবে সার্ভিসে
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে—নতুন ৫০০ টাকার নোট চালু হলেও, বর্তমানে ব্যবহৃত সব পুরনো কাগুজে নোট ও কয়েন আগের মতোই সম্পূর্ণ বৈধ ও প্রচলিত থাকবে।
সংগ্রাহকদের জন্য বিশেষ সংস্করণ
মুদ্রা সংগ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ নমুনা (অবিনিময়যোগ্য) ৫০০ টাকার নোট, যা নির্ধারিত মূল্যে পাওয়া যাবে টাকা জাদুঘর, মিরপুর থেকে।


