নভেম্বর মাসের প্রথম ২৯ দিনে প্রবাসীদের পাঠানো অর্থের স্রোত আবারও দেশের অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। এ সময় দেশে এসেছে ২৬৮ কোটি ১১ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এর আর্থিক মূল্য ৩২ হাজার কোটি টাকারও বেশি, যা বাজারে একটি শক্তিশালী লিকুইডিটি পালস তৈরি করেছে।
রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ আপডেট থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথম ২৯ দিনে সংগৃহীত ২৬৮ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্সের উৎসভাগ দাঁড়াচ্ছে—
-
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক: ৫১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার
-
বিশেষায়িত ব্যাংক: ২৭ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার
-
বেসরকারি ব্যাংক (শীর্ষ অবদানকারী): ১৮৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার
-
বিদেশি খাতের ব্যাংক: ৫৫ লাখ ৫০ হাজার ডলার
এর আগের মাস অক্টোবরজুড়ে দেশে এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার।
অর্থাৎ নভেম্বর মাসে রেমিট্যান্স ইনফ্লো আরও শক্তিশালী ধারা দেখিয়েছে।
সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) দেশে এসেছে ১০১ কোটি ৪৯ লাখ ডলার, যা ১০.১৫ বিলিয়ন ডলার সমমানের বৈদেশিক আয়ের প্রতিনিধিত্ব করে।
প্রতি ডলার ১২২ টাকা হিসেবে মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা—
দেশীয় অর্থনীতির জন্য এক উচ্চমাত্রার আর্থিক রিইনফোর্সমেন্ট।

