বিদেশে থাকা করদাতারা এখন ই-মেইলের মাধ্যমে ওটিপি ব্যবহার করে আয়কর রিটার্ন দিতে পারবেন
অনলাইনে ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজের নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশি সিমে ওটিপি পাঠানো হতো। এর ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা ই-রিটার্ন দাখিল করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতেন। তবে এখন থেকে প্রবাসীরা মোবাইল নম্বরের বদলে ই-মেইলের মাধ্যমে ওটিপি ব্যবহার করে সহজেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে থাকা করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও, তাদের অনেকেই অনলাইনে রিটার্ন জমা দিতে আগ্রহী। কিন্তু নিবন্ধনের সময় করদাতার নামে নিবন্ধিত বায়োমেট্রিক বাংলাদেশি সিমে ওটিপি পাঠানো হতো বলে প্রবাসীরা সমস্যায় পড়তেন। এই সমস্যা সমাধানের লক্ষ্যে এনবিআর এখন থেকে প্রবাসীদের জন্য মোবাইল নম্বরের পরিবর্তে তাদের ব্যক্তিগত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে।
এনবিআর জানায়, বিদেশে থাকা করদাতাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা সিলের কপি, ই-মেইল ঠিকানা ও ছবি সংযুক্ত করে ereturn@etaxnbr.gov.bd এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে। আবেদন যাচাইয়ের পর সংশ্লিষ্ট করদাতার ই-মেইলে ওটিপি এবং রেজিস্ট্রেশন লিংক পাঠানো হবে। এরপর সেই লিংকের মাধ্যমে ই-রিটার্ন পোর্টালে নিবন্ধন করে সহজেই অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে।
এছাড়া এনবিআর জানিয়েছে, অনলাইনে ই-রিটার্ন দাখিলের সময় কোনো প্রকার কাগজপত্র বা দলিলাদি আপলোড করার প্রয়োজন নেই। তবে যেসব তথ্যের ভিত্তিতে করদাতা রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য প্রদান করবেন, সেই কাগজপত্রগুলো নিজের কাছে সংরক্ষণ করতে হবে।
২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারের বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে। চলতি বছর বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড আগামী ৩০ নভেম্বর তারিখের মধ্যে দেশে ও বিদেশে থাকা সব করদাতাকে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।

