চলতি মাসের প্রথম ১০ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহে ১৯ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১ হাজার ১৩২ মিলিয়ন ডলারে। গত বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ৯৪৯ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি মার্কিন ডলার
২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে ৬ হাজার ৩২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ হাজার ৮৭ মিলিয়ন ডলার।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.